3:20 AM

H.S.C. RESULT BISLATION

এইচএসসিতে পাশের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ

ঢাকা, ২৫ জুলাই, রেডটাইমস বিডি ডটকম

সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পরীক্ষায় আটটি শিক্ষাবোর্ডে গড়ে শতকরা ৭০.৪৩ জন পরীক্ষার্থী পাশ করেছে


এবার উত্তীনের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এইচএসসিতে উত্তীনের হার ৪ শতাংশ কমেছে। জিপিএ-৫ শিক্ষাথীর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার।

তবে আলিম পরীক্ষায় উত্তীনের হার বেড়েছে। নটরডেম কলেজের শিক্ষার্থীরা এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে।

শনিবার একযোগে দুপুর ১টায় মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ হয়েছেবিভিন্ন কেন্দ্রে ফল ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছেশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছেদুপুর ২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের নানা দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

এ বছর সারাদেশের ১০টি বোর্ড থেকে ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেএর মধ্যে রয়েছে তিন লাখ ৩৩ হাজার ৫০৫ জন ছাত্র ও দুই লাখ ৭৪ হাজার ৩৬৭ জন ছাত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবার এইচএসসিতে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ

এই হার গত বছরের চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ কমএইচএসসিতে গতবছর উত্তীর্ণের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ

গত বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ১০৮এবার তা ৮৮৬ জন কমে ১৮ হাজার ২২২ এ দাঁড়িয়েছে

কর্মকর্তারা কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১০ শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণের হার ৭২ দশমিক ৭৮ শতাংশগতবার তা ছিল ৭৬ দশমিক ১৯ শতাংশঅর্থাৎ সবমিলিয়ে উত্তীর্ণের হার এক্ষেত্রে কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ

এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৩৬গত বছর এ সংখ্যা ছিল ২২ হাজার ৪৫অর্থাৎ সব মিলিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯০৯ জন

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৮ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৬০ শতাংশ হয়েছেআলিম পরীক্ষায় গতবার উত্তীর্ণের হার ছিল ৭৬ দশমিক ১৯ শতাংশ

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম- ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৮০ দশমিক ৭৪ শতাংশগতবার এই হার ছিল ৮১ দশমিক ২৭ শতাংশঅর্থাৎ উত্তীর্ণে হার কমেছে শূন্য দশমিক ৫৩ শতাংশ

জিপিএ-৫ পাওয়ার দিকে থেকে ঢাকা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো :

স্থানকলেজের নাম
প্রথম
নটরডেম কলেজ
দ্বিতীয়ঢাকা সিটি কলেজ
তৃতীয়ভিকারুননিসা নূন কলেজ
চতুর্থবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ
পঞ্চমঢাকা কমার্স কলেজ
ষষ্ঠআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
সপ্তমঢাকা কলেজ
অষ্টমহলিক্রস কলেজ
নবমরাজউক মডেল কলেজ (উত্তরা)
দশমমাইলস্টোন কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ


ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানান, শতভাগ উত্তীর্ণের দিক থেকে সেরা কলেজ হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজ

গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষাএবার ১০ বোর্ডে মোট ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন শিক্ষার্থী অংশ নেয়


এ পর্যন্ত পাওয়া ফলাফল:

ঢাকা বোর্ড৭১.৫৩
চট্টগ্রাম বোর্ড৭৭.৫৪
রাজশাহী বোর্ড৭০.৪৭
যশোর বোর্ড৭৮.২৩
সিলেট বোর্ড৭১.৮৩
বরিশাল বোর্ড৬৬.৪৩
দিনাজপুর বোর্ড৫৫.১৬

এইচএসসি ফলাফল জানতে ক্লিক করুনwww.educationboardresults.gov.bd


মোবাইল ফোনে সরাসরি ফল:

ফল প্রকাশ হওয়ার পর তা সরাসরি মোবাইলে পেতে আগেই রেজিস্ট্রেশন করতে হবে এভাবে: মেসেজ অপশনে গিয়ে REG লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে। এভাবে একই সংযোগ থেকে অনেকগুলো নম্বরের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।



আর ফল প্রকাশ হওয়ামাত্র তাৎক্ষণিকভাবে তা জানতে, বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে এসএমএস করতে হবে ২৩৩৩ নম্বরে।


পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এ ফলাফল প্রকাশ করা হচ্ছে।


উল্লেখ্য, এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ডের (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড)-এর অধীনে মোট ৬ লাখ ৭ হাজার ৮শ' ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৫শ' ৫ জন ছাত্র এবং ২ লাখ ৭৪ হাজার ৩শ' ৬৭ জন ছাত্রী। দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে এ বছর প্রথম এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত বছর ৯টি শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল শতকরা ৭৬ দশমিক ১৯।


0 comments:

Post a Comment

The Holy Quran