10:32 AM

কিভাবে সবচেয়ে সহজ উপায়ে আপনার উইন্ডোজ এক্সপি-টি “জেনুইন” করবেন?



আগের কথা:
উইন্ডোজ এক্সপি যে কাতুরি করে "জেনুইন" করা যায়, সেটা আমার জানা ছিল না। একবার গত ৭ অক্টোবর একজন ব্লগার-এর ব্লগ-এ ঢুকে দেখি, তার প্রিয় পোস্ট তালিকায় এক্সপি জেনুইন করার একটি পোস্টের লিংক। পোস্টটি করেছিলেন ব্লগার নক্ষত্র। তবে, ওনার দেয়া লিংকটি এবং উপায়টি-তে সমস্যা ছিল। তাই আমি সমাধাণ জানতে চেয়ে মন্তব্য করেছিলাম। কিন্তু কোন উত্তর পাইনি। পরে এটা নিয়ে দিলাম একটি পোস্ট। তাও কোন উত্তর পাইনি।

এরপর, আমি নিজে লেগে গেলাম তথ্য অনুসন্ধানে। পেলাম অনেক গুলো উপায়ম কিন্তু কোনটাকেই মনপূত মনে হয় নি। চাচ্ছিলাম, আরো সহজ কিছু। রাতে শুরু করেছিলাম।বিদ্যুৎ চলে যাওয়াতে আর করতে পারিনি। সকালে আবার শুরু করলা একটা ফাইল ডাউনলোড দিয়েছিলাম রাতে। সকালে নেট চালু করে তা আবার দিলাম। ছোট্ট ফাইল। দেখলাম, সাথে আরো কিছু ফাইল আছে, তবে সেগুলো নিদের্শনা মাত্র। এরপর নির্দেশনা মতে কাজ করলাম। কম্পিউটার রিস্টার্ট দিয়ে আপডেট করলম উইন্ডোজ। বেস। আমাকে আর পায় কে। বন্ধু মার্শালকে দিলাম। সেও পাঙ্খা।

এটা নিয়ে পোস্ট দিলাম, তবে কাউকে জানালাম না আসল জিনিস চাইছিলাম, কেউ যদি নিজ ইচ্ছা শক্তি কাজে লাগায়। কিন্তু, কাউকে দেখলাম না। তাই দিচ্ছি এই পোস্ট।

কিভাবে শুরু করবেন?:

প্রথমে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুন আপনার উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-২ এর জন্য। তারপর ফাইলটি ডাবল ক্লিক করে খুলুন।

এটি ডস মুডের একটি ফাইল। ০ থেকে ১০০০০ এর মধ্যে যে কোন টি সংখ্যা লিখুন তাতে। যেমন: ১ অথবা ৫৩ অথবা ৯৯৯৯ ইত্যাদি। এরপর এন্টার করুন। একটি ছোট্ট উইন্ডো আসবে। OK দিয়ে উইন্ডোটি Close করে দিন।

এরপর আপনার কম্পিউটার টি রিস্টাট করুন। চালু হবার পর আপনার উইন্ডোজটি আপডেট করুন। হয়ে, গেল আপনার উইন্ডোজ এক্সপি জেনুইন।

কিভাবে বুঝবেন যে জেনুইন হলো?:

মাইক্রোসফ্ট-এর ওয়েব সাইট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১ ডাউনলোড করে ইনস্টল যদি করতে পারেন, তাহলেই বুঝবেন নার এক্সপি জেনুইন, কারণ এই দুটি প্রোগ্রাম জেনুইন এক্সপি ছাড়া চলবে না।

তো, শুরু হোক আপনার জেনুইন এক্সপি-র পথ চলা। :D

0 comments:

Post a Comment

The Holy Quran