কম্পিউটারে কাজ সম্পাদন করা হলে বিভিন্ন ধরনের অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল তৈরী হয়। এই ফাইলগুলো কোন কাজে আসে না বরং কম্পিউটারকে ধীরগতি সম্পন্ন করে। ফাইলগুলো নিম্নরূপ-
১. %Temp%
২. Recent
৩. History
৪. Temporary
৫. Microsoft Office Recent
৬. Temporary Internet Files
৭. system32\1054
৮. prefect
৯. Cookies
১০. Offline Web Pages
১১. system32\wbem\Logs etc.
এই ফাইলগুলো পরিষ্কার করতে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তাছাড়া %Temp%, Temp , Recent, prefect, Cookies প্রভৃতি পরিষ্কার করতে রানে গিয়ে এগুলো লিখে এন্টার চেপে সিলেক্ট করে ডিলেট করি। আপনি চাইলে একটি ব্যাচ ফাইল তৈরী করে উপরোক্ত ফাইলগুলো অতিসহজে মুছে ফেলতে পারেন। আর কথা না বাড়িয়ে আসুন নোটপ্যাডে একটি ব্যাচ ফাইল তৈরী করি এবং ডাবল ক্লীক করে সব অপ্রয়োজনীয় ফাইল মুছে দেই।
প্রক্রিয়াটি নিম্নরুপ-
১) start > All Programs > Accessories > Notepad ওপেন করুন।
২) Notepad-এ নিচের লেখাগুলো কপি-পেষ্ট করুন। নোটপ্যাড এ কোডটি পেস্ট করার পর অবশ্যই প্রতিটি ডাবল ইনভারটেড কমা মুছে আবার কী-বোর্ড থেকে ডাবল ইনভারটেড কমা টাইপ করে দিতে হবে।
@echo off
@echo.
del “C:\WINDOWS\Temp” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Recent” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temp” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\history” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temporary” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Application Data\Microsoft\Office\Recent” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Local Settings\Temporary Internet Files” /s /q
del “C:\WINDOWS\system32\1054″ /s /q
del “c:\windows\prefects” /s /q
del “C:\Program Files\Uninstall Information” /s /q
del “c:\Documents and Settings\User_Name\Cookies” /s /q
del “C:\WINDOWS\Offline Web Pages” /s/q
del “C:\WINDOWS\Prefetch” /s/q
del “C:\WINDOWS\system32\wbem\Logs\*.log” /s/q
del “C:\WINDOWS\*.log” /s/q
msg %username% “Remover – By User_Name ”
exit
pause
@end
৩) User Name-এর স্থলে আপনার লগইনকৃত Name লিখুন। এজন্য আপনার লগইনকৃত Nameটি Documents and Settings হতে চেক করে নিন।
৪) এবার File > Save As এ ক্লীক করুন। File Name: Clear.bat এবং Save as type : All files সিলেক্ট করুন। অত:পর এটি ডেস্কটপে Save করুন।
৫) হ্যাঁ , তৈরী হয়ে গেল ব্যাচ ফাইল। এখন শুধু এর উপর ডাবল ক্লীক করুন এবং পরিষ্কার করুন অসংখ্য অপ্রয়োজনীয় ফাইল।
mouse
All are Every thing.
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
March
(13)
- মোবাইল ইংরেজী 2 বাংলা শব্দভাণ্ডার / English to Be...
- ওয়ারিদের গ্রাহকরা ফ্রি এসএমএস পাঠান এবং নিজের সব ...
- কোন প্রকার সফটওয়্যার ছাড়াই, ব্যাচ ফাইলের সাহায্য...
- হ্যাকিং
- প্রতিদিন আয়করুন ৮৬০০.০০ টাকা
- গুগলি এডসেন্স এর বিকল্প পার্ট-২
- বাংলাদেশে ফ্রী ফোন
- গুগলি এডসেন্স এর বিকল্প,পার্ট-১
- ওয়েব সাইট তৈরি করুন সহজে
- কিভাবে সবচেয়ে সহজ উপায়ে আপনার উইন্ডোজ এক্সপি-টি ...
- বাংলাদেশে SMS করা যায়
- আপনার জীবনের আর কত সেকেন্ড বাকী আছে????????????
- Kaspersky Internet Security 2010 Activate key
-
▼
March
(13)
Followers
online
Search This Blog
- sms
- Bangladesh
- Slide show
- Bangladesh photo
- Bangla Jokes
- Welcome Tune
- English to bangla
- tv
- http://www.listen2myradio.com
- Improtent Telephone Number
- Bank Address
- Our Holy Quran
- Textorizer: Vectorize a picture
- Kool Messenger
- Best Free software Guide
- What is an Anagram?
- Email without the address
- Good Reads: see what your friends are reading
- Signbot: make your own animated scrolling text LED...
- Phixr : Online Photo Editor
- Good Widgets: photo display widgets
12:29 PM
কোন প্রকার সফটওয়্যার ছাড়াই, ব্যাচ ফাইলের সাহায্যে অতিসহজে অপ্রয়েজনীয় ফাইল পরিষ্কার করুন!!
Posted by jahidhasanriyadh
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment