12:40 PM

বাংলাদেশে SMS করা যায়

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে SMS করা যায়। তবে এদের মধ্যে বেশীরভাগ সাইট কাজ করেনা। আবার অনেকগুলো কাজ করলেও বাংলাদেশে SMS করা যায়না। এতদিন আমরা wadja, sms.ac, Facebook application নিয়ে sms করতাম। কিন্তু এগুলোরও আছে সীমাবদ্ধতা। একদিনে একটা নির্দিষ্ট সংখ্যক এসএমএস করা যায়। এর বেশী করা যাবেনা। আবার একাউন্ট করার ঝামেলাতো আছেই। সম্প্রতি খোঁজ পেলাম যেগুলো থেকে কোন ঝামেলা ছাড়াই sms করতে পারবেন। নেই একাউন্ট করার ঝামেলা, sms ও করতে পারবেন আনলিমিটেড। আপাতত নিচের এড্রসগুলোতে ঢু মেরে দেখুন .......

http://freesms.cloudapp.net/

http://pinoywap.net/free-sms.php

http://www.kuripotxt.net/

এড্রেগুলো থেকে পাঠাতে পারবেন সর্বোচ্চ ১৬০ অক্ষর করে। প্রথম সাইট থেকে sms করতে capcha পূরণ করতে হবে। কিন্তু পরেরটাতে সেই ঝামেলা নেই। আর একটা কথা, সাইটগুলো থেকে সকল মোবাইল অপারেটর এস এম এস করতে পারবেন না, বাংলাদেশে গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সাপোর্ট করে। sms করতে মোবাইল নম্বর বক্সে দেশের কোডসহ (যেমন, + 8801xxxxxxxxx) মোবাইল নম্বর লিখে নিজের ম্যাসেজ বক্সে ১৬০ ক্যারেক্টারের ম্যাসেজ লিখে Send বাটনে ক্লিক করলেই sms চলে যাবে কাঙ্খিত নম্বরে ।

ইউজার বেড়ে গেলে এই সুবিধা বন্ধ করে দিতে পারে। আমি আগে ব্যবহার করতাম http://www.freesms.net . তারা এখন সুবিধাটি দিচ্ছেনা। দিচ্ছেনা বললে ভুল হবে। এখন পাঠাতে অনেক ঝামেলা, বেশীরভাগ সময় সেন্ড হয়না। তাই সুযোগ লুফে নিন এখনই............

লেখাটি বাংলাটেক এ ও প্রকাশিত হয়েছে

0 comments:

Post a Comment

The Holy Quran