2:48 AM

ওয়েব সাইট তৈরি করুন সহজে

ইন্টারনেট মানে অজস্র সাইট এর সমারোহ। পৃথিবীতে কত ওয়েব সাইট আছে তা বলা কঠিন। প্রতি মিনিটে অসংখ সাইট তৈরি হচ্ছে । আমরা অনেকে চাই নিজের একটি ওয়েব সাইট থাকুক। কিন্তু অনেকেই প্রয়োজনীয় জ্ঞানের অভাবে তা পারি না।আমাদের দেশে অনেক সংস্থা নির্দিষ্ট টাকার বিনিময়ে ওয়েব সাইট দিয়ে থাকে।কিছু সংস্থা বিনামূল্যে ওয়েব সাইট হোস্টিং এর সুবিধা দিয়ে থাকে।ডোমেইন নিবন্ধনঃ ওয়েব সাইট তৈরির করার আগে আমাদের অবশ্যই ডোমেইন Register করতে হবে। ডোমেইন মানে ওয়েব সাইট এর নাম।বিনামূল্যে কয়েকটি সংস্থা ওয়েব হোস্টিং ও ডোমেইন নেম দিয়ে থাকে। তার মধ্যে http://we.bs অন্যতম। এতে নিবন্ধ করলে আপনাকে ৬০মেগাবাইট জায়গা দিবে। আমরা এই সাইট এ ওয়েব সাইট হোস্টিং করে শিখব। প্রথমে http://we.bs/sign_up.html যান। FREE এ চেক দিন। 2. Please, select if you want to register/transfer/host a domain or use a subdomain: লিখার নিচে Register / Transfer a domain name এ চেক দিন। একটি টেক্সট বক্স আসবে। এখানে আপনার ওয়েব সাইট এর নাম দিন। যেমনঃ মনে করি আপনি আপনার ওয়েব সাইট এর নাম Muktadir দিবেন ।এ জন্য টেক্সট বক্সে Muktadir লিখুন। তারপর SEARCH বাটনে ক্লিক করুন।register muktadi.we.bsএ চেক দিয়ে NEXT বাটন চাপুন। এর পর দেখবেন একটি Registration ফরম এসেছে। সব গুলি টেক্সট বক্সে আপনার সঠিক তথ্য দিন। []I agree with your Terms and Conditions এ চেক দিয়ে SingUp বাটনে ক্লিক করুন। আমরা ইমেইলে একটি Password চলে যাবে। এবার আপনাকে আপনার ওয়েব সাইট বানিয়ে হোস্ট করতে হবে।
ওয়েব সাইট তৈরি করাঃ আমরা দুই ভাবে ওয়েব সাইট তৈরি করতে পারি।
১. টেম্পলেট ব্যবহার করেঃ টেম্পলেট ব্যবহার করে ওয়েব সাইট বানানো সহজ। নিচে কিছু টেম্পলেট এর সাইট দেওয়া হল । এথেকে আপনি বিনামূল্যে টেম্পলেট নামিয়ে ওয়েব সাইট বানাতে পারেন।
www.freesitetemplates.com
www.oswd.org
www.templateworld.com/free_templates.html

২. সফটওয়্যার ব্যবহার করেঃ সফটওয়্যার ব্যবহার করেও ওয়েব পেইজ বানানো যায়। http://muk.110mb.com/web.php সাইট থেকে Easy Web Site Pro-4 ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।আপনার কম্পিউটারে আগে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ইন্সটল থাকতে হবে ।এই সফটওয়্যারটি দ্বারা ৮টি Step শেষ করে আপনার ওয়েব সাইট বানাতে পারবেন।এ সফটওয়্যারটির ব্যবহার দেখতে পারেন http://www.easywebsitepro.com/help/en লিঙ্ক থেকে। ওয়েব সাইট তৈরি শেষ হলে একটি ফোল্ডার এ ফাইল গুলি রাখুন। মনে করি web site নামে একটি ফোল্ডারে রাখলাম। এখন আপনাকে ফাইল গুলি we.bs এ আপলোড করতে হবে।
ওয়েব পেইজ হোস্টিং করাঃ আমাদের শেষ কাজ হল তৈরিকৃত ওয়েব সাইট সার্ভারে হোস্ট বা আপলোড করতে হবে। http://we.bs/members.html গিয়ে আপনার মেইলে দেয়া Name ও Password দিয়ে লগইন করুন। File Manager এ ক্লিক করুন বা ফাইল ম্যানেজার ওপেন করুন। এখানে দেখবেন আপনার ওয়েব সাইট এর নাম(ডোমেইন নেম) দেখাচ্ছে। ক্লিক করুন। লোড হলে দেখবেন Index.html নামে একটি ফাইল আছে । ফাইলটির বাম পাশে চেক দিয়ে Delete Files/Folder(s) বাটনে ক্লিক করুন। মেসেজ বক্সে Are you sure you want to delete the marked file(s) ? লেখাটি দেখাবে। Ok ক্লিক করুন। Delete হয়ে গেলে আপনাকে আপনার ওয়েব সাইট আপ্লোড করতে হবে। UPLOAD FILES: লেখার পাশে একটি টেক্সট বক্স দেখবেন। এর পাশের Choose… বাটনে ক্লিক করুন। একটি উইন্ডো আসবে। উইন্ডোটি থেকে আপনার web site ফোল্ডারটি ওপেন করে index.html নামক ফাইল সিলেক্ট করে Open বাটনে ক্লিক করুন। এবার UPLOAD FILES: এর নিচ বরাবর এরেকটি টেক্সট বক্স আসবে। এর পাশের Choose.. বাটনে ক্লিক করে আবার আরেকটি ফাইল সিলেক্ট করে ওপেন করুন । এভাবে সব কটি ফাইল ওপেন করুন। সব শেষে Upload Files বাটনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি আপলোড হয়ে যাবে। বাস হয়ে গেল আপনার ওয়েব সাইট । এবার আপনার ওয়েব সাইট ভিজিট করতে পারেন

0 comments:

Post a Comment

The Holy Quran